ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৩/২০২৪ ১০:২৬ পিএম

পবিত্র রমজান মাস শুরুর সময় ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। সে হিসেবে সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা। রোববার দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানায়। এ ছাড়া আরব আমিরাতেও সোমবার থেকে শুরু রোজা।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এর আগে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়া জানায় এসব দেশে রোজা মঙ্গলবার শুরু। রোববার অস্ট্রেলিয়া জানিয়েছে, দেশটিতে সোমবার শাবান মাসের শেষদিন। অর্থাৎ মঙ্গলবার (১২ মার্চ) হবে রমজান মাসের প্রথম দিন। ওইদিন রোজা শুরু হবে।

আগামী মঙ্গলবার রোজা শুরু হচ্ছে সিঙ্গাপুর, ফিলিপাইনসেও। দেশগুলো আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রোববার আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী মঙ্গলবার শুরু হবে রোজা।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ জানিয়েছে, দেশটির গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও ফতোয়া পরিষদের ইমামদের দীর্ঘ আলোচনা শেষে রোজা শুরুর এ তারিখ ঘোষণা করা হয়েছে।

এসব তথ্য জানিয়ে অস্ট্রেলিয়ার ফতোয়া পরিষদ বলেছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। প্রথম তারাবির নামাজ পড়তে হবে সোমবার রাতে।

পাঠকের মতামত

ভারতের সীমান্তঘেঁষা ‘চিন’ রাজ্যের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা

ভারতের মণিপুর রাজ্যের লাগোয়া মিয়ানমারের ‘চিন’ দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী যোদ্ধা। বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন রাজ্য ...

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...

ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো ...