উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১০/২০২৩ ৮:০৭ এএম

রেখে আসা আত্মীয়-স্বজনদের দেখতে নোয়াখালীর ভাসানচর থেকে ৬৭২ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে। রোববার সকালে ‘গো অ্যান্ড সি’ (যাওয়া এবং দেখা) প্রকল্পের আওতায় তাদের ১৫-২০ দিনের জন্য সেখানে পাঠানো হয়েছে। এটি প্রতি মাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ। বর্ষা মৌসুমে মেঘনা নদী ও বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়েক মাস এ কার্যক্রম বন্ধ ছিল। হেমন্ত, শীত ও বসন্তকালে নদী ও সাগর শান্ত থাকায় ‘গো অ্যান্ড সি’ চালু থাকবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ভাসানচরের ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উখিয়া ক্যাম্পে রেখে আসা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা ও ভাসানচরের অনুকূল পরিবেশের অভিজ্ঞতা বিনিময় করতে তাদের উখিয়ায় পাঠানো হয়েছে। ১৫-২০ দিন পর তারা আবার ফিরে আসবেন। তারা আসার পর আরেকটি দল পাঠানো হবে।

মাহফুজার রহমান বলেন, স্থানীয় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে রোববার ভোর সোয়া ৬টার দিকে তারা ভাসানচর থেকে নৌবাহিনীর দুটি জাহাজে রওনা হন। সকাল সাড়ে ৯টার দিকে জাহাজগুলো চট্টগ্রাম বোট ক্লাবে পৌঁছায়। এরপর ১৩টি বাস ও একটি কাভার্ডভ্যানে তাদের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পৌঁছে দেওয়া হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, ৬৭২ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর দুটি জাহাজ রোববার সকালে ভাসানচর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করছেন। এসময় ...

সোনাদিয়া দ্বীপে বেজার ইকো-ট্যুরিজম পার্কের কার্যক্রম স্থগিত

কক্সবাজারের মহেশখালীতে সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার শর্তে সরকারের ...

দু'দিনের বার্ষিক আয়োজনে পরিচালক মিশু- ওশান প্যারাডাইসের কর্মীরা নৈতিকতা-সেবা ও কর্মদক্ষতায় প্রসিদ্ধ

কর্মজীবীরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। পর্যটন জোনের তারকা হোটেল গুলোর সুনাম এখানকার বিভিন্ন বিভাগে কাজ করা ...