দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় ৬ টি অস্ত্র জমা দেয়া হয়েছে। এর মধ্যে আনসারদের ৪ টি, আর ব্যক্তিগত নিরাপত্তায় নেয়া দুটি। এ ২ টির মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতির ১টিও রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, দেশের চলমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় নির্দেশ দেয় আনসারদের কাছে বরাদ্দকৃত অস্ত্র জমা দানের। এরই প্রেক্ষিতে নাইক্ষ্যংছড়িতে যে ৪টি শর্টগান (অস্ত্র) ছিল তা মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে থানায় জমা দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম। যার থানার জিডি নম্বর-৮৬৪। তারিখ -২৬/০৮/২০২৪ ইং।
এদিকে বান্দরবান জেলা আনসার কমান্ড্যান্ট মো: নুরুজ্জানান বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে নিরাপত্তার জন্যে থাকা ৪ জনের কাছে ৪ টি শর্টগান ছিল। এ অস্ত্র গুলো-ই জমা দিয়ে দেন তারা । এর সাথে জমা দেয়া হয় ৪০ রাউন্ড কার্তুজও ।
পৃথক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দেন, বিগত ২০০৬ সাল ধেকে ২০১৫ সালের মধ্যে যারা ব্যক্তি নিরাপত্তার জন্য শর্টগান বা ছোট অস্ত্র নিয়েছিলেন তাদের মধ্যে ২ টি অস্ত্র জমা দেন মঙ্গলবার দুপুরে। এর মধ্যে একটি রিভলবার ও অন্যটি শর্টগান। শর্টগানটি জমা দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ। অবশিষ্ট রয়েছে ১টি। তা-ও কাল বা পরশু জমা দেবেন বলেন ধারণা করছে থানার এ সূত্রটি।