ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০২/২০২৫ ১০:৩০ এএম

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তবে ‘স্বর্ণের চালান’ থাকার সন্দেহে পণ্যবাহী জাহাজটি আটকে দিয়েছিল তারা। ১৬ দিন পর গতকাল শনিবার দুপুরে এটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছে।

এর আগে গত ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি পণ্যবাহী জাহাজ টেকনাফ স্থলবন্দরে আসে। গতকাল টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগের দুটি পণ্যবাহী জাহাজ মালপত্র খালাস করে ইয়াঙ্গুনে ফিরে গেছে। ১৬ দিন পর আরাকান আর্মির হাতে আটক জাহাজটি ঘাটে নোঙরে আছে। আমাদের কার্যক্রম শেষে মালপত্র খালাস করা হবে।

গতকাল সরেজমিন দেখা গেছে, আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী জাহাজ ফেরত আসার খবরে টেকনাফ স্থলবন্দরে ভিড় করে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন। এতে ৩১ হাজার বস্তা বিভিন্ন পণ্যসহ ১৬ জন নাবিক রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিভিন্ন তথ্য
সংগ্রহ করছেন।

এ সময় স্থলবন্দরে দোভাষীর সহায়তায় ফেরত আসা জাহাজের সহকারী পরিচালক সু থে অংয়ের সঙ্গে কথা হয়েছে প্রতিবেদকের। তিনি বলেন, মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসার পথে আমাদের তল্লাশি চালানোর কথা বলে আরাকান আর্মি পণ্যবাহী জাহাজটি তাদের হেফাজতে নেয়। মূলত তারা স্বর্ণের চালান থাকার অভিযোগ এনে এটি আটকে দেয়। পরে জাহাজে থাকা অধিকাংশ মালের বস্তা খালাস করে, সেখানে তল্লাশি চালানো হয়। অনেক তল্লাশির পর কিছু না পেয়ে শনিবার আমাদের ছেড়ে দেয়। চলে আসার সময় তাদের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো পণ্যবাহী জাহাজ মিয়ানমার অংশে না চালাতে নিষেধ করে তারা।

এ বিষয়ে আমদানিকারক মোহাম্মদ ওসমান বলেন, ‘আরাকান আর্মির হাত থেকে ১৬ দিন পর পণ্যবাহী জাহাজটি ঘাটে পৌঁছেছে। এতে আমরা খুশি। তবে জাহাজে আমাদের শুঁটকিসহ বিভিন্ন পণ্য রয়েছে। না দেখে এখন বলা যাচ্ছে না, পণ্যগুলো সব ঠিক আছে কিনা। আমরা চাই, এ নৌরুটে পণ্যবাহী জাহাজ স্বাভাবিকভাবে
চলাচল করুক। সে ক্ষেত্রে সরকারের একান্ত সহায়তা দরকার।’

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর সমকালকে বলেন, পণ্যবাহী জাহাজ ছেড়ে দেওয়ায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে তল্লাশির নামে আটকে রাখার পর থেকে ইয়াঙ্গুন থেকে আর কোনো পণ্যবাহী জাহাজ আসেনি। সমকাল

পাঠকের মতামত

উখিয়ায় ভোটার হালনাগাদে ভোগান্তি, টাকা ছাড়া মিলেনা চৌকিদারের স্বাক্ষর

>>> উপজেলা নির্বাহী কর্মকর্তা’র দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা >>> উখিয়ায় চলছে ভোটার হালনাগাদ। ...

চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের ১৫ দিন পর শাশুড়ির মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ১৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শাশুড়ি পারভীন ...

রেডক্রিসেন্ট হাসপাতালের পিছনের ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেডিয়েন্ট গার্ডেনের অদূরে রেডক্রিসেন্ট হাসপাতালের পিছনের ডোবা থেকে এক যুবকের মরদেহ ...