গাজীপুর থেকে কুয়াকাটা ঘুরতে যাওয়ার পথে বরিশালোর উজিরপুর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬ জনের জানাজা একত্রে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় গাজীপুর সিটি করপোরেশন ১১ নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণপুর নছের মার্কেট প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে নিহতদের যার যার পারিবারিক কবরে দাফন করা হয়।
নিহতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশন ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের ফজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন, আব্দুর রহমানের ছেলে হারুনর রশীদ, জয়ের টেক গ্রামের রহমানের ছেলে জালাল হোসেন, হাসান আলীর ছেলে আব্দুস সালাম, জব্বারের ছেলে শহিদুল ইসলাম ও আহাকি এলাকার তমিজ উদ্দিনের ছেলে হাসান।
এলাকাবাসী ও ভ্রমণসঙ্গীরা জানান, পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্য গতকাল (বৃহস্পতিবার) সকাল ৬ টার দিকে তারা রওনা হন। দুটি মাইক্রোবাসে মোট ২৩ জন সফরসঙ্গী ছিলেন। নিহতদের গাড়িতে ছিলেন ১০ জন। তারমধ্যে ৬ জন মারা গেছেন, চারজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে তাদের মৃত্যুতে এলাকাজুড়েই শোকের মাতম চলছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে