প্রকাশিত: ১৭/০৭/২০২১ ৯:৩২ এএম

শনিবার থেকে শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবার হজের সুযোগ পাচ্ছেন সৌদিতে বসবাসকারী ১৫০ মাত্র ৬০ হাজার মুসল্লি।

শুধুমাত্র টিকা গ্রহণকারী ১৮ থেকে ৬০ বছর বয়সীরা এবারের হজে অংশ নিতে পারবেন। স্থানীয় সময় সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন হজযাত্রীরা। হজ সম্পাদনে এবার মুসল্লিদের ব্যবহার করতে হবে স্মার্টকার্ড। করোনা মহামারির কারণে এই কড়াকড়ি ব্যবস্থা নেয়া হয়েছে। ১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

করোনার কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছে সৌদি আরব। প্রতিদিন নিয়মিতভাবে জীবানুমুক্ত করা হচ্ছে কাবাঘর ও আশপাশের স্থানগুলো। প্রায় ২০ হাজার কর্মী এসব কাজে নিয়োজিত। থাকছে ৫১টি স্বাস্থ্যকেন্দ্র। চিকিৎসক থাকবেন ৬শ জন।

পাঠকের মতামত

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত: সারজিস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...