ডেস্ক রিপোর্ট ::
সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৫ সালের বিশ্বকাপে। সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশের টেস্ট দলেই বিবেচিত হয়েছেন। খেলছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজেও। বৃহস্পতিবার বিকেলে ঘোষিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলেও ছিলেন না। কিন্তু, রাতে হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল, ওয়ানডে দলে আছেন মুমিনুল হক।
টেস্টেও প্রায় ব্রাত্য মুমিনুল প্রায় আড়াই বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেলেন। ২০১২-তে ওয়ানডে অভিষেক হলেও প্রতিভাবান এই বাঁহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলার সুযোগ পেয়েছেন মাত্র ২৬টি ওয়ানডে। বিকেলে ১৫ সদস্যের দল ঘোষণা করা বিসিবি রাতে সেখানে যোগ করল মুমিনুলের নাম। ফলে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড এখন ১৬ জনের। তবে মুমিনুলের হঠাৎ দলের অন্তর্ভুক্তির কারণ জানায়নি বিসিবি।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন ও মুমিনুল হক।
পাঠকের মতামত