প্রকাশিত: ২৬/০৮/২০১৭ ১০:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩২ পিএম

ঢাকা: হঠাৎ করেই কিছু সময়ের জন্য ফেসবুকে লগ ইন করতে সমস্যার সম্মুখীন হয়েছেন বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ সমস্যার সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী শীর্ষ নিউজকে জানান, ফেসবুকে লগইন করলেই ‘ফেসবুক ইউল বি ব্যাক সুন’ লেখা উঠে। পৌনে এক ঘণ্টা ফেসবুকে ঢুকতে পারেননি অনেক ব্যবহারকারী। তারা জানান, অবশ্য পৌনে এক ঘণ্টা সময় পর পুনরায় ফেসবুকের সমস্যা সমাধান হয়েছে।
এর আগে এ ধরনের ঘটনায় কারিগরি ত্রুটির কথা বলেছিল ফেসবুক কর্তৃপক্ষ। তাই ধারণা করা হচ্ছে, এবারও কারিগরি ত্রুটির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।
হঠাৎ ফেসবুক বন্ধ দেখে অনেক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করেন। ফেসবুক বন্ধ হয়ে যাওয়ায় ফেসবুকের সঙ্গে লিংক বা যুক্ত থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারেও সমস্যা দেখা যায়। ফেসবুকে সমস্যার বিষয়টি টুইটারে হ্যাশট্যাগ দিয়ে প্রকাশ করেন অনেকেই।

পাঠকের মতামত

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বললেন উপদেষ্টা নাহিদ

জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিংক প্রতিনিধিদের বললেন ডাক, টেলিযোগাযোগ ...