হত্যা মামলায় একজন আসামীকে মৃত্যুদন্ড এবং একজন মহিলা আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডিত ২ জন স্বামী-স্ত্রী।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর এ রায় ঘোষণা করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি ও রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনাকারী মোজাফফর আহমদ হেলালী বিষয়টি জানিয়েছেন।
মৃত্যুদন্ডে দন্ডিত আসামী হচ্ছে-কক্সবাজরের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদার পাড়ার মৃত মৌ: নুর আহমদ এর পুত্র ছালেহ জঙ্গি প্রকাশ ছোটন (২৬) এবং যাবজ্জীবন কারাদন্ড হওয়া আসামী হচ্ছে ছালেহ জঙ্গি প্রকাশ ছোটনের স্ত্রী আসমাউল হোসনা লিপি (২২)।