প্রকাশিত: ১৭/০৫/২০১৬ ৭:২১ এএম

mail.google.comএলাকার উন্নয়ন চাইলে আ’লীগের প্রার্থীকে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে

ফারুক আহমদ, উখিয়া ॥

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বি-নির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যা প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। এলাকার উন্নয়ন চাইলে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে আওয়ামীলীগের একক প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে। গতকাল বিকেলে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।

মরিচ্যা উচ্চ বিদ্যালয়ে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মেম্বার মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত দাশ, উখিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী, উখিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মিন্টু, আওয়ামীলীগের একক মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শাহ আলম। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল করিম সওদগারের পরিচালনায় সভায় আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম মাহবুব, যুবলীগ নেতা শাহজাহান সাজুসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এদিকে আগামী ১৯ মের মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদেরকে মনোনয়ন প্রত্যহার করে একক প্রার্থী অধ্যক্ষ শাহ আলমের পক্ষে কাজ করার আহ্বান জানান। অন্যতায় দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা হুশিয়ারী উচ্ছারন করেন।

পাঠকের মতামত