সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ৯:৪৮ এএম , আপডেট: ০৪/০৫/২০২৪ ৯:৪৮ এএম

রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার, ৩ মে ভোর সাড়ে চারটায় চট্রগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
মাওলানা ছালামত উল্লাহ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত নুর আহমদ। পৈত্রিক বাড়ি কক্সবাজারের কলাতলী হলেও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের সুবাদে তিনি রামুর দারিয়ারদিঘী গ্রামে গড়ে তুলেছিলেন আপন নিবাস।
মাওলানা ছালামত গত মঙ্গলবার, ৩০ এপ্রিল মাদ্রাসায় যাওয়ায় পথে রামু চৌমুহনী স্টেশনে হিট স্ট্রোকে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ক্ষণকালের পৃথিবীকে চিরবিদায় জানান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। তিনি ১৯৯৩ সাল থেকে রামু মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসা সহ-সুপার এবং ২০১৫ সাল থেকে উপাধ্যক্ষ হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছিলেন। বরেণ্য এ আলেমেদ্বীনের ইন্তেকালে কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে।
জুমাবার (৩ মে) বাদ আছর দারিয়ারদীঘি মারকাযুল হুদা মাদ্রাসা মাঠে মরহুমের একমাত্র ছেলে হাফেজ আবু ইমতিনান রায়েদের ইমামতিতে নামাযে জানাযা শেষে মরহুমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
নামাযে জানাযার পূর্বে আবু নাঈম মোহাম্মদ হারুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণে অংশ নেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসমত আলী, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর এম,এ মঞ্জুর, বিশিষ্ট ব্যবসায়ি আনোয়ারুল ইসলাম সিআইপি, মরহুমের শশুর হাফেজ এহসান উল্লাহ, মরহুমের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিবিজড়িত মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ সিকদার ও মরহুমের একমাত্র ছেলে হাফেজ আবু ইমতিনান রায়েদ।
নামাযে জানাযায়, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হক, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক কওছর, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম, দারিয়ারদীঘি মারকাযুল হুদা মাদ্রাসার মুহতামিম মাওলানা কেফায়ত উল্লাহ, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদসহ বিশিষ্ট আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ হাজার হাজার তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে শরীক হন।
বিশিষ্ট এ আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা কাযী এরশাদুল্লাহ, রামু লেখক ফোরামের সাবেক সভাপতি মাওলানা আতাউর রহমান, বর্তমান সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, সদস্য মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি অলি উল্লাহ আরজু, সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা ছালামত উল্লাহ রহ. ছিলেন, সুন্নাতে রাসুল স. এর প্রতি অতিশয় যত্নবান একজন প্রাজ্ঞ আলিম, বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ, বিপ্লবী সমাজ সংস্কারক ও আদর্শ শিক্ষক। তাঁর মতো প্রচারবিমুখ, নির্লোভ, নিরহঙ্কারী মানুষ খুবই বিরল। তিনি সুদীর্ঘ তিন দশকেরও অধিক সময় দ্বীনি শিক্ষাদানের খেদমতে নিবেদিত থেকে ইসলামী শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। বিশিষ্ট এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন সমাজসচেতন, দ্বীনি কর্তব্যপরায়ণ আলেমেদ্বীনকে হারালাম। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই

পাঠকের মতামত

দিনের ভোট রাতে না নিলে হাসিনাকে পালাতে হত না: জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিগত ভোটারবিহীন নির্বাচনে ...

উখিয়ায় কৃষকদলের সমাবেশে প্রান্তিক কৃষকদের মূল্যায়ন করার দাবী

কৃষি দেশের চালিকাশক্তি , দলমত নির্বিশেষে সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সত্যিকারের প্রান্তিক কৃষকদের মূল্যায়ন করতে ...