প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ৭:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৯ পিএম
এম আমান উল্লাহ আমান::
টেকনাফের বহুল প্রত্যাশিত হিফজুল কোরআন প্রতিযোগিতার সেরা দশের ফাইনাল পর্ব ১৮ রমজান, ১৪ জুন বুধ বার সম্পন্ন হয়েছে। শহীদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়য়োজিত হিফজুল কোরআন প্রতিযোগীতার-২০১৭ সালের সেরা হাফেজ নির্বাচিত হয়ছে টেকনাফ পৌরসভার নাইথ্যং পাড়া মাদরাসার মেধাবী ছাত্র ক্বারী তৈয়ুব উল্লাহর পুত্র রবিউল হাসান।
২য় স্থান অধিকারীও টেকনাফ পৌরসভার নাইথ্যং পাড়া ওসমান বিন আফফান মাদরাসার মোহাম্মদ শফির পুত্র মাহবুবুর রহমান,
৩য় স্থান অর্জন করেছে শাহপরীরদ্বীপ দারুচ্ছকাফা মাদরাসার আব্দুর রহিম এর পুত্র মোহাম্মদ ছাদেক।
১শ ১০ প্রতিযোগির মধ্যে শীর্ষ দশে ৪র্থ স্থান অধিকারী রেজি নং-৯৩৬, হাফেজ ইমরান রাজা, পিতা-আব্দুল করিম, মাদ্রাসা-দারুত তাহযীব, থায়ংখালী, উখিয়া, প্রাপ্ত নং-৭৮ বিজয়ী হাফেজকে নগদ ৩,০০০ ও উপহার সামগ্রী।
৫ম স্থান অধিকারী রেজি নং-৯৪৬, হাফেজ মোঃ আব্দুল্লাহ, পিতা- নুর আলম,মাদ্রাসা-নোয়াখালী বাঘঘোনা হাফেজ খানা, নোয়াখালী, প্রাপ্ত নং-৭৬ বিজয়ী হাফেজকে নগদ ৩,০০০ ও উপহার সামগ্রী। ৬ষ্ট স্থান অধিকারী রেজি নং-৯১৩, হাফেজ জিয়াউর রহমান, পিতা- এনামুল হাছন, মাদ্রাসা- মা’হাদ দারুল ক্রুআন, মোচনী,হ্নীলা
প্রাপ্ত নং-৬৪ বিজয়ী হাফেজকে নগদ ২,০০০ ও উপহার সামগ্রী। ৭ম স্থান অধিকারী রেজি নং-৯২২, হাফেজ নাজমুল হাসান, পিতা- আজিজুল হক, হযরত আয়েশা ছিদ্দিক (রাঃ), চাকবৈঠা উখিয়া ,প্রাপ্ত নং-৬৪ বিজয়ী হাফেজকে নগদ ২,০০০ ও উপহার সামগ্রী।
৮ম স্থান অধিকারী রেজি নং-৯৩৩, হাফেজ ওবায়দুল্লাহ, পিতা-মোঃ করিম, মাদ্রাসা-নোয়াখালী বাঘঘোনা হাফেজ খানা, নোয়াখালী,প্রাপ্ত নং-৬৩ বিজয়ী হাফেজকে নগদ ২,০০০ ও উপহার সামগ্রী। ৯ম স্থান অধিকারী রেজি নং-৮৯৮, হাফেজ ইমরান উদ্দিন, পিতা- মীর কাশেম, মাদ্রাসা-দারুত তাহযীব, থায়ংখালী, উখিয়া, প্রাপ্ত নং-৬০ বিজয়ী হাফেজকে নগদ ২,০০০ ও উপহার সামগ্রী। ১০ স্থান অধিকারী রেজি নং-৯৭০, হাফেজা হাফসা বিবি, পিতা- মৌঃ আমির হামজা, মাদ্রাসা-হেদায়তুল ইসলাম, মিস্ত্রী পাড়া, শাহপরীর দ্বীপ, প্রাপ্ত নং-৫৮ বিজয়ী হাফেজকে নগদ ২,০০০ ও উপহার সামগ্রী।
১৮ রমজান, ১৪ জুন বুধ বার শহীদ আলী উল্লাহ আলো স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ এলএলবির সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল পর্বের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. নুরুল কবির আনছারী। ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দারুল মাআরিফ মাদরাসার সহকারী পরিচালক দেশের শীর্ষ আলেম মাও. ফুরকানুল্লাহ।
টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি মাও. সাইফুল ইসলাম সাইফীর সার্বিক পরিকল্পনা ও উপস্থাপনায় উখিয়া-টেকনাফ উপজেলার হাফেজে কোরআনদের প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিকাশের লক্ষ্যে আয়োজিত ১০ দিন ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন ককসবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও রহমানিয়া মাদরাসার পরিচালক ক্বারী মোহাম্মদ সোলাইমান কাসেমী, জামেয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. হাফেজ মুহাম্মদ জাফর সাদেক, দারুল মাআরিফ মাদরাসার হিফজ বিভাগীয় প্রধান মাও. আবদুর রহমান, দারুল আমান মাদরাসার হিফজ বিভাগীয় প্রধান মাও. ক্বারী সোলাইমান।
উখিয়া-টেকনাফ উপজেলার হাফেজে কোরআনদের প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় মোট ১শ ১০জন মেধাবী হাফেজ অংশ গ্রহন করেন। ২য় পর্বের মেধা তালিকায় উত্তীর্ণ হন ৬২ প্রতিযোগি, শীর্ষ ১০ মেধাবীকে নিয়ে গঠিত ফাইনাল পর্বের সেরাদের সেরা হলেন টেকনাফ পৌরসভার নাইথ্যং পাড়া মাদরাসার মেধাবী ছাত্র ক্বারী তৈয়ুব উল্লাহর পুত্র রবিউল হাসান। ২য় স্থান অধিকারীও টেকনাফ পৌরসভার নাইথ্যং পাড়া ওসমান বিন আফফান মাদরাসার মোহাম্মদ শফির পুত্র মাহবুবুর রহমান,
৩য় স্থান অর্জন করেছে শাহপরীরদ্বীপ দারুচ্ছকাফা মাদরাসার আব্দুর রহিম এর পুত্র মোহাম্মদ ছাদেক। ১৮ রমজান, ১৪ জুন বুধ বার বিকাল ৩ টায় উপস্থিত হাজারো দর্শকের সামনে নগদ টাকা, সনদপত্র ও বিভিন্ন পণ্য সামগ্রী প্রদান করা হয়।

পাঠকের মতামত

মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ম্যানগ্রোভ নিধন বন্ধে হাইকোর্টের নির্দেশ

মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে রয়েছে বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট। ১৯৯৯ সালে সরকার সোনাদিয়া দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন ...

বৌদ্ধ ভিক্ষু সেজে ৮ বছর ভারতে বাংলাদেশি রাজীব দত্ত, বিমানবন্দরে গ্রেপ্তার

অবৈধভাবে বসবাসের অভিযোগের ভারতের গয়া বিমানবন্দরে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবু জো বড়ুয়া ওরফে ...

মিয়ানমারের যুদ্ধের কারণে বিকল্প পথে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ

নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের অব. এম সাখাওয়াত হোসেন বলেন, আরাকান অঞ্চলে ...

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ জনগণের ভোটাধিকার হাইজ্যাক করার জন্য আ’লীগ কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিস্ট ...