হেমন্তের সবে শুরু; শীত আসতে এখনো ঢের বাকি। এর পরও ভোরের বাতাসে ঠাণ্ডা পরশ, হালকা কুয়াশা। ষড় ঋতুর দেশ বাংলাদেশে মূলত পৌষ-মাঘ এ দুই মাস শীতকাল হলেও, এর আগমনী সঙ্কেত অনুভূত হয় হেমন্ত থেকেই। ভোরে ঘাসের ডগায় জমা হওয়া শিশির বিন্দু শীতের আগমনী বার্তা দেয়। ঘিওরের গোবিন্দী এলাকা থেকে ছবিটি তুলেছেন আব্দুর রাজ্জাক
পাঠকের মতামত