মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান
আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। ...
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচে এবং আর্জেন্টিনার পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন আর্জেন্টিনার গ্যাব্রিয়েল মেরকাদো।
খেলার প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মেরকাদো। প্রথমে ডি মারিয়ার ক্রস থেকে নিকোলাস ওটামেন্ডির হেড পোস্টে লেগে ফিরেছিল। ছয় গজ বক্সে বল পেয়ে জালে জড়িয়ে দেন মেরকাদো।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। কিন্তু অবিশ্বাস্যভাবে সুযোগ হারায় সেলেসাওরা।অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫ মিনিটে ম্যাচটি শুরু হয়। প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি খেললেও ব্রাজিলের পোস্টার বয় নেইমার।
পাঠকের মতামত