মোঃ আবছার কবির আকাশ ,টেকনাফ::
টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকসহ ৬হাজার পিস ইয়াবা নিয়ে দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হচ্ছে, রাজশাহী চরঘাট মিরকামারি এলাকার মোঃ আকবর আলীর ছেলে আরিফুল ইসলাম (২৫) ও রাজশাহী সমসাদপুর এলাকার সাইদুর আলীর ছেলে মোঃ বাবু আলী (২৩)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে ঢাকা গামী বগুড়া-ন¬Ñ ১১-০৯৩৮ নাম্বারের একটি মিনি ট্রাক বৃহস্পতিবার দুপুর ৩.৩০ ঘটিকার সময় হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে পুলিশ ব্যারিকেট দিয়ে গাড়িটি গতিরোধ করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাড়ীতে তল্লাসি চালিয়ে গাড়ীর ড্রাইভারের বসার সিটের নিছে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্লাষ্টিক মোড়ানো ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। উক্ত প্যাকেটে ৬ হাজার পিস ইয়াবা ছিল। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল হোসাইন জানান, উত্তর বঙ্গের সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র ইতিপূর্বে অনুরূপ ভাবে ইয়াবার চালান পাচার করে আসছে দীর্ঘ দিন ধরে। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে হাইওয়ে পুলিশ সড়কের বিভিন্ন স্থানে উৎপেতে অবস্থান করে। অবশেষে বৃহস্পতিবার দুপুর ৩.৩০ ঘটিকার দিকে ইয়াবার চালান বহনকারী খালি মিনি ট্রাকটি হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি অতিক্রম কালে হাইওয়ে পুলিশের ব্যারিকেটে পড়ে যায়। উক্ত ট্রাকের ভিতরে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামাল হোসাইম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করবেন বলে জানান। এই ব্যপারে হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করে বলেন মাদকের বিরদ্ধে হাইওয়ে পুলিশের কোন ছাড় নেই ।
সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত ও ...
পাঠকের মতামত