টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে ৪ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ সিএনজি চালক সাহাব উদ্দিনকে (২৫) আটক করেছে হাইওয়ে পুলিশ। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত (কক্সবাজার থ-১১) সিএনজিটিও জব্দ করা হয়।
বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবক একই উপজেলার নয়াবাজার পশ্চিম সাতঘরিয়াপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে। ।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই জামাল হোসেন জানান, আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানার সোপর্দ করা হয়েছে।