প্রকাশিত: ১৫/১০/২০১৬ ৪:২৮ পিএম

ছৈয়দুল অামিন চৌধুরী, টেকনাফ;

টেকনাফের হোয়াইক্যং খারাংখলীতে টমটমের ধাক্কায় এক শিশু মার্মান্তিক নিহত হয়েছে।
১৫ অক্টোবর দুপুর ২ টার দিকে হোয়াইক্যং খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার জাহেদ মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় ব্যাটারী চালিত টমটমের ধাক্কায়  এক শিশু মার্মান্তিক নিহত হয়েছে। নিহত শিশু তারেকুর রহমান (৭) কক্সবাজার শহরের আবদুল মালেকের ছেলে স্থানীয় সুত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে নিহত শিশু কক্সবাজার থেকে তার মা’র সাথে নানার (জালাল আহমদ) বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী নবী হোসাইন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত