প্রকাশিত: ০৯/১০/২০১৬ ৭:০৮ এএম

pic-hoikongমোঃ আবছার কবির আকাশ::
বহু প্রতীক্ষিত টেকনাফের হোয়াইক্যং আলহাজ¦ আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের সড়ক সংস্কার কাজ অবশেষে (আজ ৮ অক্টোবর) শুরু হয়েছে। সকাল ৮ টায় হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাও নুর আহমদ আনোয়ারী এ কাজের আনুষ্টানিক ভাবে শুভ সুচনা করেন। এ সময় সাবেক মেম্বার কবির আহমদ চৌধুরী, আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মোছা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতাও হোয়াইক্যং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, প্রয়াত মোস্তাক চৌধুরীর সুযোগ্য সন্তান জুনায়েদ আলী চৌধুরী, সিনিয়র সাংবাদিক আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈম, স্থানিয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু, হোয়াইক্যং বাজারের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শত জল্পনা কল্পনা শেষে শান্তিপূর্ন ও সৌহার্দপূর্ন পরিবেশে স্কুলের রাস্তার কাজ এগিয়ে চলায় মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থনা করা হয়।

উল্লেখ্য-গত ২৯ আগষ্ট স্কুলের ছাত্র/ছাত্রীদের চলাচলের রাস্তা নিয়ে মানব বন্ধন, অতঃপর এক অনাকাংকিত ঘটনার পর দু পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনার বিরোধ মিটাতে স্থানিয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুররহমান বদি হোয়াইক্যং সরেজমিন পরিদর্শনে আসেন। পরে আব্দুররহমান বদি এমপির হস্তক্ষেপে দু‘পক্ষের সমঝোতা হয়। এ সময় সাংসদ আব্দুররহমান বদি আলহাজ¦ আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক বিষয় বিবেচনা করে রাস্তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ও আশ^াস দেন। অবশেষে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হয়। (আজ ৮ অক্টোবর) রাস্তার সংস্কার কাজ শুরু হয়।

এ প্রসঙ্গে হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাও নুর আহমদ আনোয়ারী জানান, এমপি সাহেবের দিক নির্দেশনা মেনে যথাযত ভাবে সড়ক সংস্কার কাজ চলছে।

সৌহার্দ পূর্ন পরিবেশে শতাব্দীর প্রাচীনতম রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানিয় সাংসদ সহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতার কথা জানিয়ে অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুছা জানান, স্কুলের স্বার্থে রাস্তা টি সংস্কার খুবই প্রয়োজন ছিল।

পাঠকের মতামত

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যা মামলার ১৮ জনের ...

পর্যটনে সেন্টমার্টিনের বিকল্প হতে চায় কুতুবদিয়া দ্বীপ!

বঙ্গোপসাগরে অবস্থিত কক্সবাজার জেলার অন্তর্গত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া। দ্বীপটি বাতিঘরের দ্বীপ নামে ও পরিচিত। ...