প্রকাশিত: ১৮/০৭/২০১৬ ৪:২১ পিএম , আপডেট: ১৮/০৭/২০১৬ ৪:২৯ পিএম

ডেস্ক রিপোর্ট ::

টেকনাফ উপজেলায় ইউপি সদস্য মো. জামাল হোসাইন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সে টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং একই এলাকার মৃত হায়দর আলীর ছেলে। সোমবার সকাল ১১ টার দিকে হ্নীলার চৌধূরী পাড়ার রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ। তিনি জানান, সোমবার সকালে নিজ গ্রামে মাদক ও মারামারির পলাতাক আসামি ইউপি সদস্য জামাল হোসাইন অবস্থান করার খবর পেয়ে থানা পুলিশের এসআই মো. আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি টিম হ্নীলার চৌধূরী পাড়ার রাস্তার মাথা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ইয়াবা ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছেন।
ওসি আরো জানান, পুলিশের ইয়াবার তালিকায় নাম রয়েছে এবং তার বিরুদ্ধে মাদক ও মারামারির দুইটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কক্সবাজার আদালতে প্রেরন করা হবে।

পাঠকের মতামত

সভাপতি মোঃ হোবাইব -সাধারণ সম্পাদক ফোরকান-সাংগঠনিক কামাল মহেশখালীতে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ গঠিত

লবণ উৎপাদন বৃদ্ধি ও আমদানী নয়, নায্যামূল্যাসহ রপ্তানির লক্ষে গঠিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষি ...

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...