প্রকাশিত: ২৪/১২/২০১৭ ৮:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৬ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::

টেকনাফের অন্যতম দাতব্য ও সেবামুলক প্রতিষ্টান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষার পুর্ণাঙ্গ ফলাফল ২৩ ডিসেম্বর পাওয়া গেছে। ২২ ডিসেম্বর আড়ম্বরপূর্ণ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে এ পরিক্ষা অনুষ্টিত হয়েছিল। পরিক্ষার পুর্ণাঙ্গ ফলাফল নিম্মরুপ :

৪র্থ শ্রেনীতে ট্যালেন্টপুল ৩ জন (স্কুল)।

হ্নীলা আলফালাহ একাডেমীর তকি আহমদ রোল নং-১৭৬, হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের মোঃ আতাউল্লাহ রোল নং-১২১ ও শিহাব উদ্দিন রোল নং-১১৮।

সাধারণ বৃত্তি (স্কুল) ৮ জন (হ্নীলা ইউনিয়ন)

হ্নীলা আলফালাহ একাডেমীর আলী আহসান রোল নং-১৭২, হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের ছৈয়দ মোঃ ইসমাইল রোল নং-১১৯ এবং আসিফ কামাল রোল নং-১২২, হ্নীলা আলফালাহ একাডেমীর তানজিলা মাহফুজ রোল নং-১৭৪, হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের আফরোজা রহমান রোল নং-১৭৩, হ্নীলা আলফালাহ একাডেমীর ইমজামাম খান রোল নং-১৭৩, হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের ইশাত কামাল রোল নং-১২৩, নয়াপাড়া মুচনী আদর্শ বিদ্যাপিঠের রাসেল করিম রোল নং-১০১।

হোয়াইক্যং ইউনিয়ন (স্কুল) ৫ জন (সাধারণ)

কাঞ্জরপাড়া মডেল একাডেমীর নাবিলা আফরোজ রোল নং-২৪৫ এবং সিদরাতুল মুনতাহা রোল নং-২৪৬, হোয়াইক্যং হলি চাইল্ড কেজি স্কুলের আবদুল্লাহ আল সিফাত রোল নং-২৭৮, কাঞ্জরপাড়া মডেল একাডেমীর সাবিত জুবাইর রোল নং-২৪০, ঝিমংখালী সরকারী প্রাইমারী স্কুলের ইরফান সাদিক রোল নং-২৫৫।

টেকনাফ সদর ইউনিয়ন (স্কুল) ১ জন (সাধারণ)

টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের সাহাল শরীফ রোল নং-২০৫।

টেকনাফ পৌরসভা (স্কুল) ১ জন (সাধারণ)

টেকনাফ বার্মিজ সরকারী প্রাইমারী স্কুলের নিলয় দে রোল নং-২২১।

বাহারছড়া ইউনিয়ন (স্কুল) ২ জন (সাধারণ)

শামলাপুর জব্বারিয়া শাহিন-শরীফ সরকারী প্রাইমারী স্কুলের শাম্মী শহীদ রোল নং-২৩৩, শামলাপুর সরকারী প্রাইমারী স্কুলের তাসনীম রোল নং-২২২।

সাবরাং ইউনিয়ন (স্কুল) ২ জন (সাধারণ)

নোয়াপাড়া সরকারী প্রাইমারী স্কুলের মোঃ শাহেদ রোল নং-১৮৭, সাবরাং সরকারী প্রাইমারী স্কুলের আরিফ ওয়াজেদ রোল নং-১৯৫।

৪র্থ শ্রেনীতে ট্যালেন্টপুল ১ জন (মাদ্রাসা)।

রসুলাবাদ আজিজিয়া মদীনাতুল উলুম মাদ্রাসার আফসার উদ্দিন রোল নং-৩০১।

সাধারণ (মাদ্রাসা) হ্নীলা ইউনিয়ন ৭ জন।

হ্নীলা শাহ আবুল মঞ্জুর (রাহঃ) দারুস সুন্নাহ একাডেমীর তকিয়া জন্নাত রোল নং-৩৪৯, ইমাম আবু হানিফা (রাহঃ) মাদ্রাসার কামরুল হাসান রোল নং-৩৪১ এবং মাহমুদা খানম রোল নং-৩৪২, হ্নীলা শাহ আবুল মঞ্জুর (রাহঃ) দারুস সুন্নাহ একাডেমির হালিমাতুস সা’দিয়া রোল নং-৩৬১, ইমাম আবু হানিফা (রাহঃ) মাদ্রাসার মোঃ করিম রোল নং-৩৪৩, হ্নীলা শাহ আবুল মঞ্জুর (রাহঃ) দারুস সুন্নাহ একাডেমীর লুকমান রোল নং-৩৪৯, আজিজিয়া এশায়াতুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার তানজিনা শারমিন রোল নং-৩১৭।

সম্পুরক (মাদ্রাসা) বৃত্তি ৪ জন।

হ্নীলা শাহ আবুল মঞ্জুর (রাহঃ) দারুস সুন্নাহ একাডেমীর তানজিনা জন্নাত রোল নং-৪১১, নাদিয়া আক্তার রোল নং-৩৫০, মোঃ মোরশেদ রোল নং-৩৫৯, কামরুল ইসলাম রোল নং-৩২০।

ট্যালেন্টপুল ৭ম শ্রেনী ১ জন (স্কুল)।

হ্নীলা আলফালাহ একাডেমীর নাফিজা নুর ইমি রোল নং-৫৭৪।

সাধারণ (স্কুল) হ্নীলা ইউনিয়ন ৫ জন।

হ্নীলা আলফালাহ একাডেমীর মোজাম্মেল কবির রোল নং-৫৬০, মোঃ সাকিব রোল নং-৫৫৯, হ্নীলা হাইস্কুলের সুবর্ণা দাশ রোল নং-৫৩৭, হ্নীলা আলফালাহ একাডেমীর সা’দ বিন মোস্তফা রোল নং-৫৬৭, নাদিয়া আফরিন সালমা রোল নং-৫৬৩।

সাধারণ (স্কুল) টেকনাফ সদর ইউনিয়ন ২ জন।

টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের তাসনিয়া আরফিন ইলমা রোল নং-৫০২, জয়ীতা শীল রোল নং-৫০১।

সাধারণ (স্কুল) টেকনাফ পৌরসভা ১ জন।

টেকনাফ এজাহার গার্লস হাইস্কুলের অর্পিতা বড়–য়া রোল নং-৫২২।

সাধারণ (স্কুল) হোয়াইক্যং ইউনিয়ন ৩ জন।

কাঞ্জরপাড়া মডেল একাডেমীর আরিফা আক্তার রিফা রোল নং-৫৭৮, মোঃ নাইমুর রশিদ ছিদ্দিকী রোল নং-৫৮৩, আতিক উল্লাহ রোল নং-৫৮৫।

সাধারণ (স্কুল) সাবরাং ইউনিয়ন ১ জন।

আলহাজ্ব নবী হোছাইন হাইস্কুলের ইসরাত জমিলা রোল নং-৫১৮।

ট্যালেন্টপুল ৭ম শ্রেনী ১ জন (মাদ্রাসা)

হ্নীলা শাহ মজিদিয়া আলীম মাদ্রাসার মুরসালিন জান্নাত রোল নং-৭০৮।

সাধারণ (মাদ্রাসা) ৩ জন।

কেকেপাড়া আয়েশা ছিদ্দিকা বালিকা মাদ্রাসার তাসনীম বিনতে এনায়ত রোল নং-৭৪৩, হ্নীলা শাহ মজিদিয়া আলীম মাদ্রাসার উম্মে হায়াত রোল নং-৭১৪, হাতিয়ারঘুনা মাহমুদিয়া বালিকা মাদ্রাসার হালিমা সাদিয়া রোল নং-৭৩৮। ##

পাঠকের মতামত

সেনাকর্মকর্তা শ’হী’দ তানজিম স্মরণে রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তন

অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান ...

রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে সায়েদোল্লাহ

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ ভর্তির সুযোগ পেয়েছেন মং সায়েদোল্লাহ। উচ্চশিক্ষা নিতে ...

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ

ইসলামী ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ, ...