উখিয়া নিউজ ডটকম::
একুশ শতকের তথ্য প্রযুক্তি খাতে নতুন যে বিষয়টির ব্যাপক আলোড়ন চলছে সারা বিশ্বে, তা হলো তথ্য প্রযুক্তির নিরাপত্তা প্রদান। . আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইমেজ প্রসেসিং, বিভিন্ন সেন্সর এর ব্যবহার করে IoT নির্ভর যে কোনো আবিষ্কার যেনো হার মানে এই নিরাপত্তা/নিরাপত্তাহীনতার কাছে। আপনি তথ্য প্রযুক্তির শীর্ষে অধিষ্টিত হতে পারেন, কিন্তু এর নিরাপত্তায় ত্রুটি থাকলে নিচে নামতে এক মুহুর্ত সময় লাগবেনা। আর ঠিক তাই, বাংলাদেশ এখন সাইবার নিরাপত্তায় বেশ জোরাল দৃষ্টিপাত করেছে। সরকার মহল থেকে বেসরকারি মহলে এর শোড়গোল বেশ ভালই শোনা যায়। . তথ্য প্রযুক্তির নিরাপত্তাজনিত কর্মে দেশের প্রথম বাগ-বাউন্টি প্লাটফর্ম বাগসবিডি হ্যাকিং এর উপরে একটি বই নিয়ে আসে যেটিতে উপরোল্লিখিত সব প্রযুক্তির নিরাপত্তা বিশদভাবে আলোচনা করা হয়। সাইবার নিরাপত্তা বিষয়ক দুইজন গবেষক দিলোয়ার আলম ও মনিরুজ্জামান দেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে লেখাপড়া শেষ করেন এবং ব্যাচেলর ডিগ্রী শেষে সাইবার সিকিউরিটি বিষয়ক গবেষণা চালিয়ে যান। . হ্যাকিং এর গোলকধাঁধা নামক এই বইয়ে বিটকয়েন, ব্লকচেইন টেকনোলজি, বিগ ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, পেনিট্রেশন টেস্টিং, হ্যাকিং ট্যাকটিকক্স, হ্যাকার দের মানসিকতা ও হ্যাকিং শুরুর ঘটনা, সব নিয়েই খোলা খুলি আলোচনা রয়েছে। বইটির ভাষাগত দিকক অত্যন্ত সুন্দর ও সাবলিল যেটি পড়ে কোনো অজানা ব্যক্তিও বিষয়গুলো বুঝতে পারবে। সর্বজন গৃহীত এই বইটি বর্তমানে bugsbd এর ফেসবুক পেইজের মাধ্যমে অর্ডার করলে দেশের যে কোনো প্রান্ত থেকে পাওয়া সম্ভব, এছাড়াও rokomari তে অর্ডার দিলে পাওয়া যাচ্ছে। . বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এই নিরাপত্তাজনিত বইটি ব্যপক আলোড়ক ফেলছে বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর তথ্যপ্রযুক্তি বিষয়ক গবেষক ও ডিপার্টমেন্ট প্রধান দের মতামত প্রকাশ করেছেন।