প্রকাশিত: ১৮/০৮/২০১৬ ৮:০২ এএম

imagesস্টাফ রিপোর্টার, কক্সবাজার ::

টেকনাফে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতিবন্ধীদের উন্নয়নে অবহিতকরণ সভায় রোহিঙ্গা সম্পৃক্ততার অভিযোগ এনে বক্তারা প্রতিকারের দাবি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এনজিও’র মনগড়া সিদ্ধান্তের কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছে রোহিঙ্গারা। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম। সভায় হ্যান্ডিক্যাপ এনজিও’র বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ুন মোর্শেদ বলেন, ওই এনজিও সংস্থা স্থানীয় প্রতিবন্ধীদের চেয়ে রোহিঙ্গাদের অগ্রাধিকার দিয়ে সহযোগিতা দিয়ে আসছে। এরমধ্যে যে কোন প্রশিক্ষণ, কর্মশালা, সভা-সেমিনারে রোহিঙ্গাদের সম্পৃক্ত করে থাকে। এছাড়াও আর্থিকভাবে রোহিঙ্গারা প্রধান্য পায় বেশি। ফলে এই সুযোগ সুবিধা নিতে রোহিঙ্গা মিয়ানমারের নাগরিকরা গ্রামাঞ্চলে ছড়িয়ে বসতি গড়ে তুলছে। পাশাপাশি অন্য বক্তারাও একই অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। এ বিষয়ে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের সম্পৃক্ত করা হয়ে থাকে।

যা উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে। এরপর সভায় উপস্থিত সকলে হৈচৈ করে ঐ এনজিও’র বিরুদ্ধে প্রতিকারের দাবি জানান।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...