প্রকাশিত: ১৩/০৭/২০১৬ ৭:১৭ এএম

2016_07_12_17_22_50_GSyrRtebL35I6brMR3WRUhmTIO6bNP_originalবিনোদন ডেস্ক

‘জঙ্গিবাদে উৎসাহ যোগানোর’ অভিযোগে ভারত ভিত্তিক টিভি চ্যানেল পিস টিভির সম্প্রচার করেছে সরকার। বিষয়টি নিয়ে অন্তর্জাল দুনিয়ায় চলছে আলোচনার ঝড়। পিস টিভি ইস্যুতে এবার মুখ খুললেন আলোচিত আলোচিত মডেল নাজনীন আক্তার হ্যাপী। তিনি অভিনয় ছেড়ে বেশ আগেই ধর্মে কর্মে নিজেকে মনোনিবেশ করেছেন। ধর্মে আগ্রহী হওয়ার পেছনে পিস টিভিরও নাকি বেশ ভূমিকা আছে।

ফেসবুকে জানিয়েছেন, ‘এই পিস টিভির উসিলায় আমি এবং আমার মত অনেক মানুষের জন্য দ্বীনের পথে চলার শুরুর ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে, আলহামদুলিল্লাহ! নতুন প্রাক্টিসিংরা প্রথমে কিছুই বুঝে ওঠেনা এর জন্য বিশেষ করে প্রাথমিক অবস্থায় পিস টিভি ও ড.জাকির নায়েক আল্লাহর এক বিশেষ নিয়ামত।’

তিনি আরও জানিয়েছেন, আমি প্রথম অবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলাম এই পিস টিভির ড.জাকির নায়েক ও এই পিস টিভিতে কয়েকজন বড় আলেমের আলোচনা দেখে! আল্লাহ যদি কোনো বান্দাকে পছন্দ না করেন তাহলে তাকে দিয়ে কখনোই দ্বীনের কাজ করাবেন না। ড.জাকির নায়েক নিঃসন্দেহে একজন ভাল দ্বীনের দ্বাঈ। ড.জাকির নায়েকের দাওয়াতের উসিলায় কত মানুষ ইসলাম গ্রহন করেছে হিসাব নেই!’

2016_07_12_17_59_01_pCRDAnaCs7rSjjrGlSpJoYKfLWhSMX_original

উল্লেখ্য, বছরখানেক আগে একটি কাওমী মাদ্রাসায় ভর্তি হয়েছেন এ সাবেক মডেল ও অভিনেত্রী। তারপর থেকেই নিজেকে আমূল পাল্টে ফেলেন। রঙিন দুনিয়া থেকে ক্রমান্বয়ে নিজেকে গুটিয়ে নেন। সিনেমার আইটেম গানে নাচার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি নিজের কোন ছবিও ফেসবুকে পোস্ট করেন না। নিজের নামও বদলে ফেলেছেন। তার নতুন নাম ‘আমাতুল্লাহ’।

সূত্র: বাংলামেইল

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...