উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২৩ ১০:১৭ এএম

গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ ১৩টি প্রকল্প উদ্বোধনের জন্য আগামীকাল শনিবার কক্সবাজারের মাতারবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প উদ্বোধন শেষে ভাষণ দেবেন জনসভায়। সেখানে লাখো মানুষ জড়ো করার প্রস্তুতি আওয়ামী লীগের।

শনিবার সকালেই কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা চান্দেরপাড়া এলাকায় নির্মিত আইকনিক রেল স্টেশনের উদ্বোধন করবেন সরকার প্রধান।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গেছে, আইকনিক রেললাইন স্টেশন ও রেললাইন ছাড়াও সমাপ্ত হওয়া ১৩টি প্রকল্প উদ্বোধন এবং ৩টি ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ফলক তৈরি করা হয়েছে। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরযোগ্য প্রকল্পগুলোর মোট ব্যয় ৫৩ হাজার ৪৬৭ দশমিক ৬২২৬ কোটি টাকা।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি যেন নতুনরূপে সেজেছে। ইউনিয়নের সব জায়গায় রঙের ছোঁয়া। জনসভাস্থলে প্যান্ডেল আর সামিয়ানার কাজও এগিয়েছে দ্রুত। ২৯ বছর পর শনিবার মাতারবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতেই যত কর্মযজ্ঞ।

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশে চট্টগ্রাম, বান্দরবানসহ বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম করার ইচ্ছে। তবে যোগাযোগব্যবস্থার জন্য কিছুলোক হয়তো আসতে পারবে না। তবে অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎসহ বিভিন্ন প্রকল্প চালু হলে, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এখানে মডার্ন টাউন তৈরি হচ্ছে। গ্যাসের ব্যবস্থা করা হচ্ছে। শিল্প এলাকা তৈরি করা হচ্ছে। এরই মধ্যে জাপানসহ অনেকেই এই অঞ্চলে কারখানা স্থাপনের ইচ্ছে পোষণ করছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করছেন। এসময় ...

সোনাদিয়া দ্বীপে বেজার ইকো-ট্যুরিজম পার্কের কার্যক্রম স্থগিত

কক্সবাজারের মহেশখালীতে সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার শর্তে সরকারের ...

দু'দিনের বার্ষিক আয়োজনে পরিচালক মিশু- ওশান প্যারাডাইসের কর্মীরা নৈতিকতা-সেবা ও কর্মদক্ষতায় প্রসিদ্ধ

কর্মজীবীরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। পর্যটন জোনের তারকা হোটেল গুলোর সুনাম এখানকার বিভিন্ন বিভাগে কাজ করা ...

টেকনাফে শ্রেণিকক্ষে যৌন হয়রানি: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ...