১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ ছেড়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশি-বিদেশি উৎস থেকে এ ঋণ নেওয়া হয়। ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র ২ লাখ ৭৬ হাজার ৮৩০ কোটি টাকা।
হিসাব বলছে, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি বেড়ে হয় ১৫ ল ৫৮ হাজার ২০৬ কোটি টাকা, যা সরকারের মোট ঋণের প্রায় ৮৫ শতাংশ।
গত দেড় দশকে অর্থ মন্ত্রণালয়ের তথ্য সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির চিত্র উঠে এসেছে