নির্বাচনের সময় ঘোষণা করলেন মিয়ানমারের জান্তা প্রধান
চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জানিয়েছেন মিয়ানমারের সামরিক ...
ঢাকা: ওদের পরিচয় শ্মশানে। পুত্রের শেষকৃত্যে অঝোরে কাঁদছে মা। তা দেখে এগিয়ে গেল ১৭ বছরের একটা ছেলে। সেভাবেই পরিচয় ৭১ বছরের বৃদ্ধা থুড়ি মহিলার সঙ্গে ১৭ বছরের কিশোরের।
তারপর পরিচয় থেকে প্রেম। হ্যাঁ, প্রেমিকার থেকে প্রেমিক ৫৪ বছরের ছোট। ছেলের বয়সী প্রেমিককে খুব ভাল লেগে যায় ৭১-এর তরুণী অ্যালমেডার। তিন সপ্তাহ ধরে দু-জনে মেলামেশা করার পর দুজনে ঠিক করেন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে বিয়ে করতে হবে।
ব্যস! তারপর দুহাত হয়ে গেল এক। ৭১ বছর বয়সের প্রেমিকা ১৭ বছরের প্রেমিকের বউ হয়ে গেলেন।
গ্যারি জানিয়েছে, বয়স্ক মহিলাদের প্রতি তার দুর্বলতা যখন তিনিক্লাস এইটে পড়তেন তখন থেকেই। অ্যালমেডা জানায় যে, তিনি সেইদিন লক্ষ্য করেন একটি অল্প বয়সী ছেলে একটি ফুল নিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তখনোই ওকে আমার ভালো লেগেছিল।
পাঠকের মতামত