উখিয়া নিউজ ডেস্ক::
২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার একশ’ কিলোমিটার রেললাইন নির্মিত হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ সোমবার সকাল পৌনে ৮টায় কমলাপুর রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ তূর্ণার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য যাত্রীদের সেবা দেওয়া। এ সরকারের অবশিষ্ট মেয়াদের মধ্যে রেলের দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। ইন্দোনেশিয়া থেকে আনা কোচগুলোতে যাত্রী পরিবহনে আরও আরামদায়ক হবে বলেও জানান মন্ত্রী।
পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের সব ট্রেনে নতুন নতুন কোচ দিয়ে পুরনো কোচগুলোকে বদলে দেওয়া হবে বলে রেলমন্ত্রী জানান।
মুজিবুল হক বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল লাইন নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। আর আগামী মার্চ মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী দ্বিতীয় ভৈরব রেলসেতু ও আখাউড়া সেতুর উদ্বোধন করবেন।