আন্তর্জাতিক ডেস্ক : জনসংখ্যার দিক থেকে ২০৭০ সাল নাগাদ বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম।
ইসলাম বর্তমানে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। প্রথম অবস্থানে আছে খ্রিষ্ট ধর্ম। কিন্তু ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ খ্রিষ্ট ধর্মাবলম্বীর সংখ্যার কাছাকাছি চলে যাবে।
যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার বিবিসি অনলাইন সংস্করণের এক ভিডিও ক্লিপে এ-বিষয়ক গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে।
ভিডিও ক্লিপে বলা হয়েছে, যেকোনো ধর্মের চেয়ে ইসলামের পরিসর দ্রুত বাড়ছে। অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা বাড়ছে। ২০৭০ সাল নাগাদ খ্রিষ্ট ধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম।
২০১০ সালে একক দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা ছিল। কিন্তু ২০৫০ সালে ভারত হবে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ।
পিউ রির্সাচ সেন্টার আরো জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার ১০ শতাংশ হবে মুসলিম। ওই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি ৫০ জনের মধ্যে একজন হবে মুসলিম।
গবেষণা থেকে ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সে খ্রিষ্টানদের সংখ্যা ৫০ শতাংশের নিচে চলে আসবে। এ ছাড়া সাব-সাহারান আফ্রিকায় প্রতি চারজনের একজন হবে খ্রিষ্টান।
পাঠকের মতামত