দেশের বাজারে এফ সিরিজের নতুন ফোন নিয়ে এলো অপো। এফ ৭ ফোনটিতে থাকছে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে পাওয়া যাবে ফোনটি। অপো প্রথমবারের মতো এফ ৫ হ্যান্ডসেটটিতে যুক্ত করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। এখন অপো এফ ৭ নিয়ে আসছে দ্বিতীয় প্রজন্মের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিউটি প্রযুক্তি ২.০। এ ছাড়া থাকছে অগমেন্টেড রিয়ালিটি (এআর) স্টিকার। ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসার পাশাপাশি অপো এফ ৭ হ্যান্ডসেটটিতে যুক্ত করেছে ইন-বিল্ট সেন্সর এইচডিআর ফিচার। এই ফিচারটি ছাড়া একদম মনের মতো সেলফি তোলা কখনোই ভাবা যায় না। নতুন অপো এফ ৭ এ সেন্সর এইচডিআর টেকনোলজি একটি ডিফল্ট ফিচার, যা নিরবচ্ছিন্ন সেলফি তোলা নিশ্চিত করবে; কেননা এতে আছে নিখুঁত সব রঙ ও অবিশ্বাস্য কন্ট্রাস্টের সমাহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করতে অনেক বেশি পছন্দ করে এমন তরুণদের জন্য অপো এফ ৭-এর শক্তিশালী হার্ডওয়্যার দ্রুতগতিতে কম আলোতেও স্পষ্ট ও পছন্দের সব ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা নিখুঁত সেলফি তোলার কথা ভাবেন তারা এইচডিআর ফিচারটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিউটি মোডে ব্যবহার করতে পারেন। এই ফিচারটি ছবি তোলা এবং ভিডিও করা উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।