প্রতিষ্ঠানের নাম - ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)
পদের নাম- সহকারী কর্মকর্তা
পদের সংখ্যা- নির্ধারিত না
কর্মস্থল- কক্সবাজার (উখিয়া)
কাজের ধরণ- পূর্ণকালীন
আবেদনের যোগ্যতা
১। ফার্মাসি বিষয়ে কমপক্ষে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
২। হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
৩। ফার্মাসি কাউন্সিলের নিবন্ধণ বাধ্যতামূলক।
৪। চাপ সামলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা
১। ২৫৭২৫ টাকা মাসিক
২। মোবাইল বিল, বীমার সুবিধা
৩। বেসিক বেতনের সমান বছরে দুটি বোনাস
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ
১ মার্চ, ২০২১ পর্যন্ত
add-656