উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০১/২০২৪ ৯:৪৮ এএম

আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের বিদেশ সফর বাতিল করা হয়েছে। এমনকি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও এই সময়ে বিদেশ সফরে যাবেন না বলেছেন। মূলত মিতব্যয়িতার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (১৪ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।

পলক বলেন, প্রথম দিন থেকে কিছু না কিছু পরিবর্তন আমরা আনতে চাই, যেখানে মূল হবে মিতব্যয়িতা। আমরা সময়, মেধা এবং অর্থের অপচয় রোধ করতে চাই। এ কারণে আমি সচিব মহোদয়কে অনুরোধ করবো, আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগ থেকে যেন কোনো সরকারি কর্মকর্তা, কর্মচারী বিদেশ সফরে না যান।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের রফতানি আয় হবে। রেমিট্যান্স বাড়াতে হবে, ইনবাউন্ড। আউটবাউন্ড যেটা আমাদের হাতে আছে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে হবে। এর মধ্যে প্রথম পদক্ষেপ যেটা আমার হাতের মধ্যে আছে, আগামী ছয় মাস আমি যাবো না বিদেশ, সেক্রেটারি যাবেন না। আইসিটি বিভাগের কেউ বিদেশ সফরে যাবে না। কোনও ট্রেনিং না, কোনও শিক্ষা সফর না। কোনও কিছু না। আমরা আগামী ছয় মাসের জন্য সম্পূর্ণভাবে বিদেশ সফর বন্ধ করে দিলাম, ৩০ জুন পর্যন্ত।

তিনি বলেন, আমাদের ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আরও নিয়মতান্ত্রিক আরও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একদিকে যাতে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে সময়ক্ষেপণ না হয়, অপরদিকে কোনও সিন্ডিকেট বা কোনও একটা বলয় তৈরি না হয় সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে। সেটা মিনিস্ট্রিতে হোক, কোম্পানিতে হোক বা অধিদফতরে হোক, এটা কোনোভাবেই আমরা টলারেট করবো না।

তিনি আরও বলেন, এখানে ইন্ডাস্ট্রি লিডাররা আছেন। তারা আমাদের পরামর্শ দেবেন, সুপারিশ দেবেন। কীভাবে আমরা রফতানি আয় বাড়াবো, বিনিয়োগ আকর্ষণ করবো এবং কর্মসংস্থান তৈরি করবো।

পাঠকের মতামত

যুক্তরাজ্যের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক আকবর হোসেন

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিবিসি প্রতিনিধি আকবর হোসেন মজুমদার। রবিবার ...

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ...