প্রকাশিত: ১৪/১১/২০১৬ ৭:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক::

মিয়ানমারের মুসলিম-অধ্যুষিত রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৩০ জন গ্রামবাসী।

এক বিবৃতিতে অবশ্য সেনাবাহিনী জানায়, শনিবার রামদা জাতীয় অস্ত্র, বল্লম, ছুরি ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় একটি গ্রামের বাসিন্দারা। হামলায় দু’সেনাসহ নিহত হয় অন্তত ৮ জন।

ঘটনার জেরে গ্রামটিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়। একপর্যায়ে সেনাদের বিরুদ্ধে অবস্থান নেয় প্রায় ৫শ’ গ্রামবাসী। পরে দু’টি হেলিকপ্টার গানশিপ থেকে রাহিঙ্গাদের ওপর গুলি চালায় সেনারা।

রোহিঙ্গাদের ওপর গুলি ছোড়ার কথা স্বীকার করেছে দেশটির সরকারও।

হত্যাকাণ্ডের পর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে স্থানীয়রা। এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে ক্লিয়ারেন্স অপারেশন হিসেবে দেখছে মিয়ানমার সরকার।

সুত্র:: আরটিভি অনলাইন

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...