প্রকাশিত: ০১/১০/২০২০ ২:২২ পিএম

করোনা মহামারি পরিস্থিতিতে আবারও আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। তবে এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এসময় মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনা করে ঠিক করা হবে কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। সেইসাথে পরিস্থিতির কোন উন্নতি না হলে এ বছর আর শিক্ষা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।

একইসাথে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যাপারেও সামনে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হবে।

পাঠকের মতামত

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...

নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি কক্সবাজারের সন্তান সাবেক সচিব নাসির উদ্দীন

কক্সবাজারের কুতুবদিয়ার সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ ...