প্রকাশিত: ১৫/০৮/২০১৬ ৯:৪৯ পিএম

z8উখিয়া নিউজ ডেস্ক::

চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

কোস্টগার্ড পূর্ব জোন সূত্রে জানা গেছে, বন্দরের বহির্নোঙরে মায়ানমার থেকে আসা একটি বোট থেকে আরেকটি বোটে ইয়াবার একটি চালান স্থানান্তর করার গোপন খবর পেয়ে সাগরে তল্লাশি ও টহল জোরদার করে কোস্ট গার্ড কর্তৃপক্ষ। কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের পরিচালক লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী ও লেফটেন্যান্ট হাশেমের নেতৃত্বে দুটি দল অভিযান শুরু করে বোটটি আটকের জন্য। রবিবার দিবাগত রাত ৪টার দিকে ভাটিয়ারীর কাছাকাছি সাগরের উপকূল এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামানোর সংকেত দিলে তারা তা উপেক্ষা করে তীরের দিকে বোট চালাতে থাকে। এক সময় ভাসমান জালে আটকিয়ে ইয়াবা পাচারকারিরা তাদের ইয়াবার বস্তাগুলো সাগরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ভোর ৫টার দিকে ভাটিয়ারী এলাকার সাগর উপকূলে তল্লাশি চালিয়ে চার বস্তা ইয়াবা উদ্ধার করে অভিযান দল।

কোস্ট গার্ড পূর্ব জোনের পক্ষ থেকে সোমবার বেলা ২টায় এক প্রেস ব্রিফিংয়ে জোনাল কমান্ডার ওমর ফারুক জানান, উদ্ধার করা চার বস্তায় মোট ৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা। ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...