ডেস্ক রিপোর্ট ::
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির সামনে থেকে আট হাজার পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবগুলোর বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।
আজ শবিবার ভোর রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ছোট লিচুপাড়া গ্রামের হাজী আব্দুল হকের ছেলে নুরুল কবির (৫৪)।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, গ্রেফতার নুরুল কবিরের সাথে থাকা একটি শপিংব্যাগে তল্লাশি চালিয়ে ইয়াবগুলো উদ্ধার করা হয়। নুরুল কবিরের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামি, ডবলমুরিং এবং কক্সবাজার সদর থানায় তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় ঘটনায় চান্দগাঁও থানায় আরও একটি মামলা করা হয়েছে।