কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার জালালাবাদ গ্রামের আড়াই হাজার মানুষ ৩৫ বছর পরে আর সিসি ঢালাইয়ের সড়কের ভিত্তি স্থাপন করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের জালালাবাদ গ্রামে “জালাল উদ্দিন আহমদ” সড়কের আরসিসি ঢালাইয়ের কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপ-সহকারি আলাউদ্দিন খান, উচাসিং মারমা, মো: রূপক ইসলাম, টেকনাফ সদরের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লায়লা বেগম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ফারুক,দৈনিক প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের সিএ ছৈয়দ হোছাইন মামুন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এলজিইডি সূত্র জানায়, টেকনাফ সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জালালাবাদ গ্রামের আড়াই হাজার মানুষের বসবাস। ১৯৮৪-৮৫ সালের দিকে এ গ্রামে জালাল উদ্দিন আহমদ নামে একজন দলিল লিখক বাড়িঘর নিমাণ করেন। এ গ্রামের মানুষের চলাচলের একমাত্র “জালাল উদ্দিন আহমদ” সড়কটি ৩৫ বছর পরে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মো: আদনান চৌধুরী, উপজেলা প্রকৌশলী রবিউল হোছাইন এর সহযোগিতায় এ গ্রামের মানুষের চলাচল নিশ্চিত করতে সড়কটির উন্নয়ন কাজের গুরুত্ব বিবেচনা করে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। ৮২ মিটার লম্বা আর সিসি ঢালাইয়ের ১০ লাখ টাকা বরাদ্দ দিয়ে টেন্ডার আহ্বান করা হলে মেসার্স আল্লাহর দান টু স্টার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটির বরাদ্দ পায়।
স্থানীয় সাংবাদিক গিয়াস উদ্দিন বলেন, এখানকার শিক্ষার্থীরা হাটু সমান পানি পেরিয়ে স্কুল-মাদ্রাসায় আসা-যাওয়া করতেন। সড়কটি আরসিসি ঢালাই হওয়া শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনের ভোগান্তি কমবে।
এলজিইডি সহকারি প্রকৌশলী আলাউদ্দিন খান বলেন, প্রকল্পের বরাদ্দ অনুযায়ী টেকসই সড়ক নির্মাণ কাজে তদারকি করা হচ্ছে। সড়কটির নির্মাণ কাজ শেষ হলে এলাকার মানুষ ও শিক্ষার্থী রা উপকৃত হবেন।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়কটির উন্নয়ন কাজ চলছে। দীর্ঘ ৩৫ বছর পর এই এলাকার মানুষ ও শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে উঠেছে।
রামু উপজেলার রশিদনগরের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় রেলে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ...
পাঠকের মতামত