কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু
কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...
কক্সবাজার শহরতলির লিংকরোড এলাকা থেকে ৩ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করেছে র্যাব।শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকার সত্য বাবুর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।জানা যায়, ইয়াবা লেনদেনের তথ্য পেয়ে র্যাব-৭ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ শরাফত ইসলাম ও সহকারি পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মহসিনুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে উখিয়া উপজেলার কুতুপালং ইউনিয়নের কচুবনিয়া এলাকার শরিফ হোসেনের ছেলে সৈয়দ আলমকে (২৪) আটক করা হয়।
ওই সময় তার শরীর তল্লাশি করে ওইসব ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক আসামিকে জব্দকৃত মালামালসহ কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।
পাঠকের মতামত