কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে তিন দিন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন। সাথে বন্ধ থাকবে সকল ধরনের হোটেল ও গেস্ট হাউজগুলো।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন সিভয়েসকে বলেন, আগামী ৬-৮ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত শুধু সেন্টমার্টিন দ্বীপের জন্য নেওয়া হয়েছে। এছাড়াও ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২ পর্যন্ত কক্সবাজারের অন্য স্থানে লঞ্চ ও ইঞ্জিন বোট চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে জরুরি পরিবহন চালু থাকবে।