প্রকাশিত: ০২/০২/২০১৭ ৯:০৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক :
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গাদের ডাটাবেজ তৈরি করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন এ তথ্য। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বহু রোহিঙ্গা বাঙালিদের সঙ্গে সমাজের মধ্যে মিশে গেছে। তাই রোহিঙ্গাদের নিন্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য স্থানীয় কমিটি করা হয়েছে। তাদের চিহ্নিত করা হবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায়।’ রোহিঙ্গাদের ডাটাবেজের সুবিধা সম্পর্কে তিনি বলেন, ‘ডাটাবেজ প্রস্তুত হলে মিয়ানমার সরকার অথবা বিদেশি রাষ্ট্র বা সংস্থার সঙ্গে কাজ করতে ও কথা বলতে অনেক সুবিধা হবে।’গত বছর করা এক শুমারিতে দেখা গেছে, বাংলাদেশে প্রায় তিন লাখ অনিবন্ধিত রোহিঙ্গা আছে। শুধু কক্সবাজারের কুতুপালং ক্যাম্পেই আছে ৩০ হাজারের বেশি নিবন্ধিত রোহিঙ্গা। গত অক্টোবরে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর অত্যাচার শুরু হওয়ার পর এ যাবত প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রোহিঙ্গাদের পুনর্বাসন প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মিয়ানমারের অবৈধ নাগরিকদের হাতিয়ার ঠেঙ্গার চরে অস্থায়ী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় সেখানে আবাসন গড়ে তোলার কাজ চলছে। তবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।’তিনি আরও বলেন, ‘হাতিয়ার ঠেঙ্গার চরে রোহিঙ্গা পাঠানোর কাজ শিগগিরি শুরু হবে না। তবে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রোহিঙ্গারা অস্থায়ীভাবে সেখানে থাকবে। আমরা চাই, মিয়ানমার সরকার যেন যত দ্রুত সম্ভব তাদের ফিরিয়ে নিয়ে যায়।’

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...