প্রকাশিত: ০২/০৮/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫১ পিএম

মুহাম্মদ জুবাইর, টেকনাফ::
ইয়াবা পাচার প্রতিরোধে সরকার রাতের বেলায় নাফনদে মাছ ধরা নিষিদ্ব করা হলে ও থেমে নেই পাচারকারী সিন্ডিকেট। আইন শৃংখলা বাহিনীর কঠোর নজর দারী সত্বে ও টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে চলতি বছরের জুলাই মাসে ৪৮কোটি ৬১লক্ষ ৪৭হাজার ৬শ ৫০টাকার ইয়াবা,বিয়ার,চোলাই মদ,বিদেশী মদ,গাঁজা, দেশীয় তৈরী এলজি,কার্তুজ ও অন্যান্য চোরাই মালামাল জব্দ করেছে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) । ১২৫টি চোরাচালান মামলায় ৩৮ জনকে আটক ও ৩জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সুত্র জানায়,চলতি বছরেরর গত ১জুলাই হতে ৩১জুলাই পর্যন্ত টেকনাফ ২বিজিবির ১৫টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা পুরো উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মালিকসহ ৪লক্ষ ৪৭হাজার ৪শ ৪৭পিস,মালিকবিহীন ১১লক্ষ ২১হাজার ১শ ৪৮পিসসহ সর্বমোট ১৫লক্ষ ৬৮হাজার ৫শ ৯৫পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪৭কোটি ৫লক্ষ ৭৮হাজার ৫শ টাকা। ইয়াবা সংক্রান্ত ৪৫টি মামলায় ২৮জনকে আটক ও ১জনকে পলাতক আসামী করা হয়েছে।

এছাড়া বিয়ারের মালিকবিহীন ১৭টি মামলায় ১৪লক্ষ ৮৪হাজার ৭শ ৫০টাকার বিভিন্ন প্রকার ৫হাজার ৯শ ৩৯ ক্যান বিয়ার জব্দ করা হয়। মালিকবিহীন চোলাই মদের ৬টি মামলায় ১লক্ষ ৩৫ হাজার টাকার ৪শ ৫০লিটার চোলাই মদ জব্দ করা হয়। বিদেশী মদের ৮টি মামলায় ৫লক্ষ ৮৩হাজার ৫শ টাকার ৩শ ৮৯বোতল বিদেশী মদ জব্দ করা হয়। ৪টি গাঁজার মামলায় কেজিসহ ১জনকে আটক এবং মালিকবিহীন ৭.৭কেজিসহ মোট ৪৪হাজার ৪শ ৫০টাকার ১২.৭কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে অবৈধ অস্ত্রের ১টি মামলায় ২টি দেশীয় তৈরী এলজি,৩রাউন্ড কার্তূজ উদ্ধার করে। যার বাজার মূল্য ১২হাজার ১শ ২০টাকা। অন্যান্য চোরাই পণ্যের ৪৪টি মামলায় ৪জনকে আটক ও ১জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়। উদ্ধারকৃত চোরাই পণ্যের মূল্য ১কোটি ৩৩লক্ষ ৯হাজার ৩শ ৩০টাকা। এছাড়া ০১ জুলাই ২০১৭ তারিখ হতে ৩১ জুলাই ২০১৭ তারিখ পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, টেকনাফ এর আনোয়ার প্রজেক্ট, ২নং, ৬নং, ৭নং স্লূইস গেইট এলাকা, লম্বাবিল, তুলাতলি, লম্বাবিল হাউজের দ্বীপ, কাটাখালি, শাহপরীরদ্বীপ গোলাপাড়া এবং বিআরএম-১৭ এর নিকটবর্তী এলাকা দিয়ে মায়ানমার হতে অবৈধভাবে মায়ানমার নাগরিক নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকৃত প্রায় ২২ টি নৌকায় মায়ানমার নাগরিক প্রতিহত করা হয়েছে।

২ বিজিবির অধিনায় লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ইয়াবা সহ যে কোন মাদকদ্রব্য পাচার ,অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি টহল দল কর্তৃক সীমান্তে সর্বদাই কঠোর নজরদারি রাখা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...