বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশিত - জুন ২৪, ২০১৬ ২:২৯ পিএম
ডেস্ক রিপোর্ট ::
রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বকতার আহম্মেদ ও মো. নুর আলম (টিটু) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি।
বৃহস্পতিবার ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অর্গানাইজড ক্রাইমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে। আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করেন।
কাউন্টার টেরোরিজম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.