মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ০৮/১১/২০২২ ১০:০৩ এএম

বিশ্বের ৫৬ দেশের নৌবাহিনীর সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ ডিসেম্বর বুধবার কক্সবাজার আসছেন।

উখিয়ার ইনানী সুমদ্র সৈকতে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) নামক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের ৫৬টি দেশের নৌবাহিনীর প্রধানরা এ আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত টানা ৪ দিন এ অনুষ্ঠান চলবে।

বিশ্বস্ত সুত্র এ তথ্য জানিয়েছে।এরই মধ্যে এ অনুষ্ঠানের জন্য উখিয়ার ইনানী সৈকতে একটি সুদীর্ঘ জেটি নির্মাণ করা হয়েছে। জাহাজ ভেড়ানোর সুবিধার্থে সৈকতের বর্হিনোঙর এলাকার নাব্যতা সৃষ্টির কাজও চলছে। সেই জেটি ব্যবহার করেই বিভিন্ন দেশের নৌপ্রধানরা অনুষ্ঠানে যোগ দেবেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক আউটার ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রোববার ৬ নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ এর সভাপতিত্বে এক প্রাক-প্রস্তুতিমূলক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য সিদ্ধান্তের সাথে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল (বাইলাখালী) এলাকার “লাল কাঁকড়ার সৈকত” দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ হতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, জনসভার প্রস্তাবিত স্থান কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক আউটার ক্রিকেট স্টেডিয়াম সোমবার ৭ নভেম্বর পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, উপ-প্রচার সম্পাদক এম.এ মঞ্জুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কক্সবাজার আগমন উপলক্ষে আগামী বৃহস্পতিবার ১০ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় পাবলিক লাইব্ররি মিলনায়তনে
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সুত্রে জানা গেছে।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসাবে সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত থাকবেন।

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

পাঠকের মতামত

সেন্ট মার্টিনে রিসোর্টের ছড়াছড়ি, সৈকতে চলছে ক্যান্ডল লাইট ডিনার পার্টি

তোফায়েল আহমদ, কক্সবাজার জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ...

রোহিঙ্গা সমস্যা কক্সবাজারের উন্নয়নে বাধা: সাবেক হুইপ শাহজাহান চৌধুরী

কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার ...