সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ৪ টা জুন। ৫ ইউনিয়নে চেয়ারম্যানগিরী করতে চেয়ার দখলের লড়াইয়ে নামছেন ২৬ ম্যান। আগামীকাল সন্ধ্যার পর একে একে জানা যাবে চেয়ার দখলে নিয়ে কোন ৫ ম্যান আগামী ৫ বছরের জনগনের সেবক হচ্ছে। ইতিমধ্যে সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে উপজেলা প্রশাসন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। এবার উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী ছাড়াও সাধারন সদস্য পদে ২২৮ জন ও নারী সংরক্ষিত আসনে ৬৫ জন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নেমেছেন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের মাঝে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে ততই ব্যস্ততা বাড়ছে। কাঁক ডাকা ভোর হতে ভোররাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা ভোট প্রার্থনার সাথে দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। কিছু কিছু এলাকায় বিভিন্ন উপহার সামগ্রীসহ নগদ টাকা বিলানোর অভিযোগ উঠেছে। তবুও শেষ মুহুর্তে ভোট প্রার্থনার প্রতিযোগিতায় কোমর বেধেই মাঠে নেমেছেন প্রার্থীরা। এদিকে নির্বাচন কে ঘিরে চায়ের দোকান,ব্যবসা প্রতিষ্ঠান ও হাটে-ঘাটে-মাঠে বসে ভোটাররা চালাচ্ছেন আলাপ-আলোচনা। প্রার্থী হিসেবে কে যোগ্য, কে অযোগ্য তার উপর চলছে বিচার বিশ্লেষণ। কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হতে পারে এ নিয়ে ভাবনার শেষ নেই। তবে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণে নানা শঙ্কা থাকলেও ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তৃণমূলে জনপ্রিয়তা যাচাইয়ের ভোটে স্বাভাবিকভাবেই মূল লড়াই হবে আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষের মাঝে। দুটি ইউনিয়নে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ ও বিদ্রাহী প্রার্থীদের মধ্যে।
ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তারা দল এবং দলের বাইরে ব্যক্তি ইমেজকেই প্রাধান্য দেবেন। উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা সত্বেও শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটার ও বিভিন্ন প্রার্থীদের মনে রয়েছে নানা সংশয় রয়েছে। তার পরেও সব মিলিয়ে জমে উঠেছে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন।
এ উপজেলায় অনুষ্ঠিতব্য ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, রাজাপালং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী (নৌকা), বিএনপি প্রার্থী তারেক মাহমুদ রাজিব চৌধুরী (ধানের শীষ)। রতœাপালং ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী (ধানের শীষ), আওয়ামীলীগের প্রার্থী নুরুল হুদা (নৌকা) ও বিএনপির বিদ্রাহী প্রার্থী খাইরুল আলম চৌধুরী ( ঘোড়া)। হলদিয়া পালং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের ছোটভাই অধ্যক্ষ শাহ আলম (নৌকা),বিএনপির প্রার্থী শামশুল আলম বাবুল (ধানের শীষ) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন (আনারস)। পালংখালী ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী (ঘোড়া), আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন জুয়েল (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহামদ(আনারস) ও বিএনপির প্রার্থী হেলাল উদ্দিন মেম্বার (ধানের শীষ)। জালিয়াপালং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস,এম ছৈয়দ আলম (নৌকা) ও বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চৌধুরী (ধানের শীষ)।
আগামী ৪টা জুন উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে। সেদিনই জানা যাবে কার গলায় উঠে জয়ের মালা। তবে ভোটারগণের দাবী সুষ্ট ভোটের। উখিয়া উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ১৬ জন। তৎমধ্যে রাজাপালং ইউনিয়নে মোট ভোটার ৩৩ হাজার ৬শ ৩৪ জন, রতœাপালং ইউনিয়নে ১৫ হাজার ১শ ২২ জন, জালিয়াপালং ইউনিয়নে ২৫ হাজার ৪শ ২৬ জন, হলদিয়াপালং ইউনিয়নে ২৭ হাজার ৪ শ ১১ জন ও পালংখালী ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ৪শ ২৩ জন।
সীতাকুণ্ডে ৭৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) ...
পাঠকের মতামত