প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৯:৫৬ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৫ শতাধিক ভোটারের মাঝে ভোটাধিকার হরণ আতঙ্ক বিরাজ করছে। তারা প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে উক্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উল্টা খালীর পশ্চিমাংশে বসবাসরত ছৈয়দা পাড়া ও উত্তরকুল এলাকার ৫ শতাধিক ভোটার দীর্ঘ কয়েক দশক ধরে ওয়ার্ডের বর্তমান ভোট কেন্দ্র চৌধুরী পাড়া-ঘোনার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করে আসছে। আগামী ২৮ তারিখের ইউপি নির্বাচনকে সামনে রেখে গোপনে একটি মহল ঐ ৫ শতাধিক ভোটারকে উক্ত কেন্দ্র থেকে স্থানান্তর করে একই ওয়ার্ডের দূর্গম পাহাড়ী এলাকা উল্টাখালী উচ্চ বিদ্যালয়ে নতুন একটি উপকেন্দ্রে স্থানান্তর করে তাতে ভোট কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চালায়, যা বর্তমানে তদন্তাধীন। এ সংবাদে উক্ত ভোটাররা ভীত-সন্ত্রস্থ হয়ে পড়ে। কারণ নতুন উপকেন্দ্রটি দূর্গম পাহাড়ী এলাকার পাশাপাশি তাদের এলাকা থেকে ২ কিলোমিটার দূরবর্তী স্থানে। যাতে চরম ঝুঁকিতে ভোট দিতে যেতে হবে মা-বোনদের। এছাড়া তারা এর পিছনে বিশেষ প্রার্থী কর্তৃক তাদের ভোটাধিকার হরণের আশঙ্কা প্রকাশ করছে। কারণ গোপনে ঐ উপকেন্দ্র স্থাপনের পেছনে ঐ এলাকার এক প্রার্থীর প্রকাশ্য যোগসাজস রয়েছে। তাই তারা পূর্বের কেন্দ্রে তাদের ভোটাধিকার বহাল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে বিগত ১০ মে অভিযোগ দায়ের করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুল ইসলাম সরেজমিনে উক্ত ভোটার এলাকা পরিদর্শন করে ভোটারদের অভিযোগ ও তাদের দাবী শুনেছেন বলে নিশ্চিত করেন ।

পাঠকের মতামত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। ওই ...

ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার উদ্যোগ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ...

প্রথম আলোর প্রতিবেদন নগদে ডিজিটাল জালিয়াতি: ২,৩৫৬ কোটি টাকার ‘গরমিল’

মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এ বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ...