ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১০:১৩ এএম

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশত্যাগের আগে গতকাল রবিবার রাতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেন।

রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির আন্তর্জাতিকবিষয়ক একজন সম্পাদক দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসন মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা করবেন। বুধবার সকালে লন্ডনে এসে পৌঁছাবেন। বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে রিসিভ করবেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।’

লন্ডনে তার ছেলে তারেক রহমানের সঙ্গে সাত বছর পর দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। এর আগে ২০১৭ সালে ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন তিনি। সে সময় তার চোখ ও হাঁটুর চিকিৎসা হয়েছিল। চারটি মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি

পাঠকের মতামত

সৌদির আরামকো তিনবার এসেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বাধা দেয়: রাষ্ট্রদূত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো, বাংলাদেশে বিপুল অর্থ বিনিয়োগের চেষ্টায় বারবার উদ্যোগী হলেও ...

ছুটিতে ফার্স্ট সিকিউরিটির এমডি, একই প‌রিণতি হচ্ছে আরও ৪ ব্যাংকে

ঢাকাপোষ্ট:: আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ...