৮ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমন উপলক্ষ্যে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা ২৬ জানুয়ারি সকাল ১০টায় শহরের একটি মিলনায়তনে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কর্মী সম্মেলনের সার্বিক প্রস্তুতি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব। প্রধান অতিথি বলেছেন, পর্যটন শহরে আমীরে জামায়াতের আগমন অনেক তাৎপর্যপূর্ণ।
জামায়াতে ইসলামী এখন এদেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসার প্রতীকে পরিণত হয়েছে। ৫ আগস্ট আমাদের বিজয়ের সূচনা মাত্র। চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য আমীরে জামায়াতের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ঘরে ঘরে আমীরে জামায়াতের আগমন বার্তা পৌঁছাতে হবে। একটি সুশৃঙ্খল ও সফল কর্মী সম্মেলন আয়োজনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে অতীতের সকল রেকর্ড অতিক্রম করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। আমরা প্রত্যাশা করছি ৮ ফেব্রুয়ারি কর্মী সম্মেলন উপলক্ষে জেলাবাসী মিছিলে মিছিলে যোগদান করে কক্সবাজার জনসমুদ্রে পরিণত হবে ইনশা আল্লাহ। এ জন্য আমরা কক্সবাজারবাসীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল অংশীজনের সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মজলুম ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে জনগণের কাছে সমাদৃত। সংগঠন কে পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের উপযোগী করে গড়ে তুলতে আমীরে জামায়াতের অবদান অনস্বীকার্য। তাই কক্সবাজার সফর কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব বলেছেন, জামায়াতে ইসলামী আজ গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আপামর জনসাধারণের অভিব্যক্তি ও আকাংখাকে ধারণ করে আগামীদিনের কর্মসূচি ও কর্মনীতি গ্রহণ করা হবে। এক্ষেত্রে দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ৮ ফেব্রুয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমন কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা সৃষ্টি করবে। কক্সবাজারবাসী আমীরে জামায়াত কে বরণ করতে মুখিয়ে আছে। তিনি যথাসম্ভব জনদুর্ভোগ সৃষ্টি না করে সুশৃঙ্খলভাবে সম্মেলনে আসা- যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। তিনি ৮ ফেব্রুয়ারি জেলাবাসীর সার্বিক সহযোগিতার পাশাপাশি সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, সদর সেক্রেটারি আজিজুর রহমান, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি নুরুল আজিম, চকরিয়া পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, মহেশখালী দক্ষিণ সেক্রেটারি আবদুর রহিম, টেকনাফ উপজেলা সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার ও জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াতুল্লাহ, বায়তুল মাল সেক্রেটারি দিদারুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জাকির হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক দায়িত্বশীল।
উল্লেখ্য : আগামী ৮ ফেব্রুয়ারী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন
পাঠকের মতামত