প্রকাশিত: ১৭/১২/২০১৯ ৬:১৪ পিএম

কক্সবাজারের হিমছড়ির মারমেইড বিচ রিসোর্টে জরুরি সেবা নাম্বর ৯৯৯ ফোন করে নিজের সম্ভ্রম রক্ষা করলেন এলিসা বুকি (১৯) নামে এক অস্ট্রেলিয়ান নারী পর্যটক।

গত রবিবারের এ ঘটনায় জড়িত সন্দেহে রিসোর্টের মালিক আনিসুল হক সোহাগের ভাই শামিমুল হক স্যামসহ চার জনকে আটক পুলিশ।

এ বিষয়ে রামু থানার ওসি আবুল খায়ের জানান, রবিবার হিমছড়ির মারমেইড বিচ রিসোর্টে উঠেন অস্ট্রেলিয়ান নারী পর্যটক এলিসা বুকি। পরে রাতে ঘুমানোর সময় দুই যুবক ওই কটেজে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা করে। এক পর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি করে কটেজ থেকে বের হয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে ধর্ষণচেষ্টাকারীরা পালিয়ে যায়। এ সময় ওই অস্ট্রেলিয়ান নারী আহত হয়। পরে তিনি জরুরি নাম্বার ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চায়।

তিনি আরও জানান, ৯৯৯ এ ফোন পেয়ে হিমছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই অস্ট্রেলিয়ান পর্যটককে উদ্ধার করে। ধস্তাধস্তিতে ওই নারী পর্যটক আহত হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পাঠকের মতামত

সীমান্তবর্তী অঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপনে নতুন নীতিমালা

আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলে টেলিযোগাযোগ সেবা প্রদানে মোবাইল অপারেটরগুলোর বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপনে বিদ্যমান নীতিমালা ...

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বললেন উপদেষ্টা নাহিদ

জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিংক প্রতিনিধিদের বললেন ডাক, টেলিযোগাযোগ ...