প্রকাশিত: ২৫/১১/২০২১ ১১:৫২ এএম , আপডেট: ২৫/১১/২০২১ ১১:৫২ এএম

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ্যে ওয়েব হোষ্টিং সার্ভিসে ২০% থেকে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় দিচ্ছে TOSHOST LTD। বিজনেস হোষ্টিং এ রয়েছে ৭৫% পর্যন্ত ডিস্কাউন্ট, সাথে আরো থাকছে একটি .com ডোমেইন একদম ফ্রি। রিসেলার হোষ্টিং সার্ভিসেও রয়েছে ২৫% ডিসকাউন্ট।

ভিপিএস কাস্টোমারদের জন্যও রয়েছে সুখবর। সিপ্যানেল ম্যানেজড ভিপিএস সার্ভিসে থাকছে ২০% এর ডিসকাউন্ট।

২০১২ সাল থেকে বিশ্বের ৯০ টি দেশে ওয়েব হোষ্টিং সেবা প্রদান করছে TOSHOST। কাস্টোমার সার্ভিস ও অন্যান্য সমস্যা সমাধানে রয়েছে টিকেট এবং লাইভ চ্যাট সাপোর্ট এর ব্যবস্থা। ডোমেইন, হোস্টিং সহ বিভিন্ন সার্ভার সলুশন ও সফটওয়্যার দিয়ে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে টস হোস্ট।

এছাড়া Toshost LTD সিপ্যানাল এর অফিসিয়াল সার্টিফাইড পার্টনার।

ব্ল্যাক ফ্রাইডের দারুন সব অফার গুলো উপভোগ করতে ও আরো বিস্তারিত জানতে ভিজিট করুন https://toshost.com/black-friday-deals

পাঠকের মতামত

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বললেন উপদেষ্টা নাহিদ

জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য বাংলালিংক প্রতিনিধিদের বললেন ডাক, টেলিযোগাযোগ ...