ইসরায়েলের সর্বোচ্চ আদালতে প্রথমবারের মতো একজন মুসলিম বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত বিচারকের নাম খালিদ কাবুব। সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়ার আগে খালিদ কাবুব ছিলেন তেলাবিবের জেলা কোর্টের বিচারক। এছাড়া কাবুবের সঙ্গে আরও তিনজন বিচারক নিয়োগ লাভ করেছেন।
রোববার (২১ ফেব্রুয়ারি) সোমবার তাদের স্থায়ী নিয়োগ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারক, মন্ত্রী, আইনপ্রণেতা ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত এক কমিটি তাদের নিয়োগ চূড়ান্ত করে। মিডল ইস্ট মনিটরে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
খালিদ কাবুবের জন্ম জাফা শহরে। তেলাবিব বিশ্ববিদ্যালয়ের ইসলাম অ্যান্ড হিস্টোরি বিভাগে স্নাতক সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনের ডিগ্রি অর্জন করেন। বিচারক নিয়োগ পাওয়ার আগে তিনি প্রাইভেটভাবে প্রাক্টিস করতেন।
প্রসঙ্গত, খালিদ কুবাবের আগে আবদুর রহমান জোয়াবি নামের একজন মুসলিম সুপ্রিম কোর্টের বিচারকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তাকে এক বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।
ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র। দেশটির ২০ শতাংশ নাগরিক আরব। ২০০৩ সাল থেকে সর্বোচ্চ আদালতে আরব বিচারকও নিয়োগ দেওয়া শুরু হয়েছে; যারা আগে নিয়োগ পেয়েছেন তাদের সবাই খ্রিস্টান ছিলেন