খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ...
মঙ্গলবার (১৬ জুলাই) গভীর রাতে তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি লিখেন ‘আমি সাদ বিন মোস্তফা ,চলমান কোটা সংস্কার আন্দোলন এ পূর্ণ সমর্থন এবং আমার ভাই ও বোনদের উপর কাপুরুষোচিত ও পৈশাচিক হামলার প্রতিবাদ জানিয়ে সজ্ঞানে ও স্বেচ্ছায় বাংলাদেশ ছাত্রলীগ, চুয়েট শাখার সহ-সভাপতির পদ থেকে অব্যহতি নিচ্ছি। লাশের ভার বহন করা আমার পক্ষে সম্ভব না।’
এর আগে গত ২৬ জুন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক বছরের বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমতি দেন। চুয়েট ছাত্রলীগের ওই কমিটি অনুমোদন দিয়েছিলেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান৷
কমিটি গঠনের ৩ সপ্তাহের মাথায় কোটা আন্দোলন ইস্যুতে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন সাদ বিন মোস্তাফা।
পাঠকের মতামত